হ্যাঁ, ১৬ বছর পর। এতটা সময় পেরিয়ে যাওয়ার পর ফের একটি কাজ করছেন অমিতাভ ও জয়া বচ্চন।
কী সেই কাজ? আসলে এত বছর পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন এই রিয়েল দম্পতি।
তবে মাঝে ২০১৬-এ মুক্তিপ্রাপ্ত ‘কি অ্যান্ড কা’তে গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল তাদের। তবে মুখ্য ভূমিকায় জুটির শেষ অভিনয় ২০০১-এ মুক্তিপ্রাপ্ত কর্ণ জোহর পরিচালিত ছবি ‘কভি খুশি কভি গম’-এ। শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, করিনা কাপুরও ছিলেন সে ছবিতে। তবে, অমিতাভ-জয়ারও ছিল মুখ্য ভূমিকা। সে ভাবে দেখতে গেলে দীর্ঘ ১৬ বছর পর ফের মুখ্য চরিত্রে অনস্ক্রিনে জুটি বাঁধছেন তাঁরা।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সুজিত সরকারের পরিচালনায় নতুন যে ছবিতে অমিতাভ ও জয়া অভিনয় করবেন তার নাম এখনো ঠিক হয়নি। তবে ফ্রেমবন্দি হবে এক বয়স্ক দম্পতির গল্প। ৪০ বছর পেরিয়েছে যাদের বিয়ের বয়স। তবে বার্ধক্য পৌঁছে একটা ভয় কাজ করে তাদের মধ্যে। আর সেই ভয়টাই এ ছবির ইউএসপি।
কী সেই ভয়? বার্ধক্যে এসে মৃত্যু ভয়টাই হয়তো স্বাভাবিক। তবে ছবির দম্পতির সে ভয় নেই। তাদের আশঙ্কা, দু’জনের মধ্যে যদি একজন আগে মারা যান, তা হলে কী হবে? যদিও এ নিয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি সুজিত।
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি. কাজীপুরে ঐতিহ্যবাহী সোনামুখী উচ্চ বিদ্যালয় ও সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে…