বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ ৫জনকে আটক করেছে। বুধবার দুপুরে আটককৃতদের থানা থেকে বগুড়ার আদালতে হাজির করা হয়।
আটককৃতরা হলো, মথুরাপুরের মধুপুরের রহমত উল্লা’র ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম (৩৫), রুদ্রবাড়ীয়া গ্রামের গোলজার হোসেন খাঁনের ছেলে আবু বক্কার (৪০), রামচন্দ্রপুর গ্রামের খোরশেদ আলী প্রামানিকের ছেলে রায়হান আলী প্রামানিক (২২), সারিয়াকান্দি উপজেলার কড়িতলা পূর্বপাড়ার হামিদুর রহমানের ছেলে রেজানুল হাসান ওরফে কিনু (৪৮) ও দক্ষিণ কাসাহার গ্রামের নজিবুল হকের ছেলে শুকুর আলী (৩৮)।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধে পূর্বের একটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। এদিকে আবু বক্কারের বিরুদ্ধে চাঁদাবাঁজির মামলায় পলাতক থাকায় গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। মঙ্গলবার পৃথক অভিযানে পুলিশ তাদের গ্রেফতার করে। অন্যদিকে আটককৃত কিনু ও শুকুর আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী। মঙ্গলবার বিকলে ৩টায় ধুনট থানা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪লিটার চোলায় মদ উদ্দার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়েরের পর কিনু ও শুকুর আলীকে আদালতে পাঠানো হয়। অপরদিকে বুধবার সকাল ৮টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় সাইকেল চোর সন্দেহে রায়হান নামের যুবককে আটককরে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশে সোপর্দ করলে থানা থেকে রায়হানকেও আদালতে পাঠানো হয়েছে।