নিউজিল্যান্ড শিবিরে মোস্তাফিজের হানা

ক্রীড়া ডেস্ক.

টাইগারদের দেয়া ২৫৮ রানের টার্গেটকে সামনে রেখে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে ১ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ৩৯ রান। ব্যক্তিগত ২৭ রানের মাথায় টাইগার পেসার মোস্তাফিজের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দেন তিনি।
এর আগে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৫৭ রান করে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে এ রান সংগ্রহ করে টাইগাররা।
তামিম-সৌম্য জুটিতে শুরুটা বেশ ভালোই করেছিলো বাংলাদেশ। তাদের এ জুটিতে আসে ৭২ রান। এরপর হঠাৎ ছন্দ পতন ঘটে। ইনিংসের ১৬তম ওভারে জেমস নিশামের বলে কলিন মুলরোর হাতে ধরা পড়েন ২৩ রান করা তামিম। তামিমের পর মাত্র ১ রান করে আউট হয়ে যান সাব্বির রহমান। এরপর ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক তুলে ব্যক্তিগত ৬১ রানে আউট হয়ে যান সৌম্য সরকার। সৌম্য আউট হওয়ার কিছুক্ষণ পরই ব্যক্তিগত ৬ রানে আউট হয়ে যান সাকিব আল হাসান। এরপর ব্যক্তিগত ৫৫ রানে মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত ৪১, মেহেদি হাসান ৬ ও মাশরাফি ১ রানে আউট হয়ে যান।
এর আগে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংকে পাঠায় নিউজিল্যান্ড দলের অধিনায়ক টম লাথাম। ডাবলিনে বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হয়। খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।
আজকের ম্যাচে টাইগার সেরা একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। দলে ঢুকেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
নিউজিল্যান্ড: লুক রনকি, টম ল্যাথাম, জর্জ ওয়ার্কার, রস টেলর, নিল ব্রুম, জিমি নিশাম, কলিন মানরো, হামিশ বেনেট, মিচেল স্যান্টনার, সেথ র‍্যানস, ইশ সোধি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ