স্থল বন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় বাংলাদেশী নারী নিহত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট.

লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দরে ভারতীয় ট্রাক চাপায় ইজরুন নেছা (৪০) নামে এক বাংলাদেশী নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে বুড়িমারী স্থল বন্দরের জিরো পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে। নিহত নারী উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলীবাড়ী গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।
স্থানীয়রা জানান, বুড়িমারী স্থল বন্দরে বাংলাদেশ-ভারত সড়ক পথে ওই নারী পাথর কুড়ারে গিয়ে ভারতীয় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ওই ট্রাকটি দ্রুত ভারতে প্রবেশ করে পালিয়ে যায়। এ ঘটনায় বুড়িমারী স্থল বন্দরে ভারতীয় সকল ট্রাক চলাচল বন্ধ আছে।
বুড়িমারী স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ভারতীয় এক ট্রাকের ধাক্কায় ইজরুন নেছা নামে এক নারীর মৃত্যুর বিষয়টি ভারতীয় পুলিশ কে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজ আলম সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ