শেরপুর ডিগ্রি কলেজের নতুন ভবন নির্মাণের উদ্বোধন

আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে.

বগুড়ার শেরপুর ডিগ্রি কলেজের দ্বি-তল ভবনের উর্ধমূখী সম্প্রসারণ ও নতুন ভবন নির্মাণের উদ্ধোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা ব্যায়ে এ ভবন নির্মাণের উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-ধুনট এলাকার সংসদ সদস্য মোঃ হাবিবর রহমান।
কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমলের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন,কলেজ পরিচালনা কমিটির সদস্য মোঃ মতিয়ার রহমান, আজিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি আঞ্জুমান আরা, রেজা খান, আশরাফুল আলম, নূরুল ইসলাম সাজু, শিক্ষক এস এম আব্দুল আলীম, ফেরদৌস জামান জুয়েল, আব্দুল মান্নান, আব্দুস সাত্তার, আশেক ইকবাল সানি, কলেজ ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন প্রমূখ। শেষে প্রধান অতিথি ফলক উম্মোচন করে দোয়া ও মোনাজাত করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ