মাদক ব্যবসা থেকে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা সেলিনার

আবুৃ জাহের, শেরপুর (বগুড়া) থেকে.

বগুড়ার শেরপুরে মাদক ব্যবসা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন বগুড়ার শেরপুর উপজেলার মদনপুর গ্রামের হেরোইন সম্রাট মজনুর স্ত্রী সেলিনা বেগম।
১৮ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় শেরপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন,বিগত সময়ে আমি নিজে মাদকদ্রব্য ব্যবসার সাথে কখনো জড়িত ছিলাম না। আমার স্বামী মজিবর রহমান মজনু তৎকালে মাদকদ্রব্য (হেরোইন) সেবন করতো। একপর্যায়ে সে মাদকদ্রব্য ব্যবসায় জড়িয়ে পড়েন। আমার বাড়ির সামনে পুলিশসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা যখন অভিযান করে তখন বেশিরভাগ সময় স্বামী মজিবর রহমান মজনু কৌশলে বাড়ির পিছন দরজা দিয়ে পালিয়ে যায়। আইনপ্রয়োগকারী সংস্থা তখন ঘরের মধ্যে হেরোইন পাওয়ার কারণে আমাকে আইনের আওতায় নিয়েছে। আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে এবং স্বামীকে রক্ষা করতে গিয়ে অনেক সময় নিজেকে এমন গ্রেপ্তার হওয়াকে মেনে নিয়েছি।
তিনি আবেগ জড়িত কন্ঠে বলেন, সকল জেল জুলুম মেনে নিয়েও আজ আমি স্বামী থেকেও বিতাড়িত। আমার স্বামী মজিবর রহমান মজনু ইতিমধ্যে আমাকে তালাক’ দিয়ে দ্বিতীয় বিয়ে করে সেই স্ত্রীকে নিয়ে পৃথক বাড়িতে বসবাস করছেন। আমিও নিজের ভাগ্যেকে মেনে নিয়ে তিন কন্যাকে নিয়ে আলাদা ভাবে বসবাস করছি। আমি বিগত সময়েও মাদকদ্রব্যকে ঘৃণা করেছি। এখনো ঘৃণা করি।
তিনি বলেন, মাদকদ্রব্যর গ্রাস থেকে বিপথগামী তরুণ-যুবকের অভিভাবকের দুঃশ্চিন্তার শেষ নেই। আমার মনের মধ্যে এখনো একই দুঃশ্চিন্তা রয়েছে। সাধারণ মানুষজনের মত আমি মাদকদ্রব্যর বিরুদ্ধে। এই মাদকদ্রব্যর কারণে আমি হারিয়েছি আমার স্বামী ও সাজানো সংসার। আর কোনো নারী যেন আমার মত অবস্থার সৃষ্টি না হয় এই কামনা করি। তিনি বলেন, আমরা সকলে মিলে মাদকদ্রব্য বিক্রি ও সেবনকে ‘ না ’ বলি। রক্ষা করি যুব সমাজকে কে। এ সময় সেলিনার তিন মেয়ে মায়া বেগম (১৯), মিশু খাতুন (১৫) ও মৃত্তিকা খাতুন (৭) উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ