ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৮১ রান করেছে আইরিশরা। জিততে হলে বাংলাদেশকে রান ১৮২ রান করতে হবে।
বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়া অভিষিক্ত সানজামুল ও অধিনায় মাশরাফি দুইটি করে উইকেট নেন। অন্যদিকে সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত একটি করে উইকেট নেন।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হয়। ডাবলিন থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও বিটিভি।
টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। যদিও টাইগারদের প্রথম ম্যাচটি বৃষ্টি কারণে ভেস্তে যায়। কিন্তু দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার হার। টাইগারদের মতো স্বাগতিকদের একই অবস্থা।
আজ একাদশ থেকে বাদ পড়েছেন মেহিদী হাসান মিরাজ। গত ম্যাচে উইকেটশূন্য ছিলেন এই তরুণ অলরাউন্ডার। তার জায়গায় অভিষেক হচ্ছে সানজামুল ইসলামের। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৪ ম্যাচে ৮০ উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।
কাজীপুর প্রতিনিধি. চেয়ারম্যান ও মেম্বরদের পরস্পর বিরোধের জেরে কাজীপুরের শুভগাছা ইউনিয়নের বানভাসি মানুষজন সরকারি ও বেসরকারি বিভিন্ন সহযোগিতা হতে বঞ্চিত…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ