পাকিস্তানে সরকার ও জেনারেল মুশাররফের শর্ত শর্ত খেলা

নিউজ ডেস্ক.

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যামামলায় ভিডিও লিঙ্কের মাধ্যমে সাক্ষ্য দিতে চান না দেশটির সাবেক সামরিক শাসক পারভেজ মুশাররফ। তিনি শর্তসাপেক্ষে সরাসরি আদালতে আসতে চান। কিন্তু মুশাররফের কোনো শর্তই কানে তুলতে নারাজ পাকিস্তান সরকার।
রাওয়ালপিন্ডির সন্ত্রাসদমন আদালতে বৃহস্পতিবার চাঞ্চল্যকর মামলাটির শুনানিকালে মুশাররফের আইনজীবী আখতার শাহ ভিডিও লিঙ্কের মাধ্যমে সাক্ষ্য দিতে তাঁর মক্কেলের নারাজির কথা আদালতকে অবহিত করেন। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা পেলে তাঁর মক্কেল প্রকাশ্য আদালতে সাক্ষ্য দিতে রাজি।
আখতার শাহ আরো বলেন, জেনারেল মুশাররফ কতিপয় বেআইনী ও সন্ত্রাসী গোষ্ঠীর “খতম তালিকায়” আছেন। তাঁর জীবনের নিরাপত্তা গুরুতর হুমকির সম্মুখীন।
এদিকে জেনারেল মুশাররফ গত ৫ মে বিশেষ আদালতে একটি আবেদনপত্র দিয়েছেন, যাতে দুবাইর স্বেচ্ছানির্বাসন থেকে ফিরে এলে তাকে সামরিক বাহিনীর পূর্ণ নিরাপত্তা দেয়া হবে মর্মে আদালত নিশ্চয়তা দেয়।
অন্যদিকে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার সাফ বলে দিয়েছে যে, পারভেজ মুশাররফ একজন পলাতক আসামী। পলাতক আসামী আদালতকে ডিক্টেট করতে এবং পূর্বশর্ত দিতে পারে না। সূত্র : ডন

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ