মার্কিন হামলায় সিরিয়া-রাশিয়ার যৌথ নিন্দাজ্ঞাপন

নিউজ ডেস্ক.

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস’র বিরুদ্ধে অভিযানে যাওয়া সিরিয়ার সামরিক বহরের ওপর মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া ও রাশিয়া। দেশ দুটি বলেছে, মার্কিন বাহিনীর এই নির্লজ্জ ও ঔদ্ধত্যপূর্ণ হামলার মাধ্যমে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। একইসঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে মার্কিনিদের লড়াইয়ের দাবি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ এ হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি জেনেভায় সাংবাদিকদের বলেছেন, মার্কিন এই হামলা সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন ঘটিয়েছে এবং এটি সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা বাধাগ্রস্ত করবে।
অন্যদিকে, সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, মার্কিন বাহিনীর এই হামলার মধ্যদিয়ে তাদের কথিত সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের মিথ্যা দাবি উন্মোচিত হয়েছে। সিরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র বলেছে, মার্কিন নির্লজ্জ হামলায় কয়েকজন লোক নিহত ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলাকে স্বাগত জানিয়েছে- জেনেভা আলোচনায় অংশ নেয়া সন্ত্রাসীদের কথিত হাই নেগোশিয়েশন্স কমিটির মুখপাত্র ইয়াহিয়া আল-আরিদি। সূত্র: আইআরডিবি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ