গাড়ির ব্রেক ফেলের কারণে অনেক প্রাণহানি ঘটে। কিন্তু এটি খুব সাধারণ একটি সমস্যা। একটু সতর্ক থাকলেই বিষয়টি সহজে মোকাবিলা করা যায়। প্রথমেই মাথায় রাখুন, ব্রেক ফেল হল অতি সাধারণ একটি সমস্যা।
● প্রথমেই উদ্বিগ্ন হওয়া বন্ধ করুন। মাথা ঠাণ্ডা করে ফেলুন সবার আগে।
● এর পরে অ্যাকসিলারেটর থেকে পা সরিয়ে নিন। গাড়িতে ক্রুজ কন্ট্রোল থাকলে, সেটি বন্ধ করুন।
● ব্রেকে প্রেসার কম মনে হলে বারে বারে পাম্প করতে থাকুন।
৪. গাড়ির গিয়ার একেবারে নামিয়ে আনুন। এতে গাড়ির গতি কমবে। তবে গিয়ার কমান ধীরে ধীরে।
● এর পরে হ্যান্ড ব্রেক ব্যবহার করুন।
● রাস্তা যদি চওড়া এবং ফাঁকা থাকে, ওই কম গতিতে গাড়ি এঁকেবেঁকে চালান। এতে গতি আরও কমবে। তবে বেশি গতিতে এ কাজ করতে যাবেন না।
● এইভাবে গতি অনেকটা কমে এলে পুকুর, নদী বা ব্রিজ এড়িয়ে বালি বা ঝোপের মতো কোথাও গাড়়িটি ভিড়িয়ে দিন।
● অবশ্যই সিট বেল্ট বেঁধে গাড়ি চালানো শুরু করবেন। আর ব্রেক ফেল করলে যত বেশি সম্ভব হর্ন দিন।
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি. নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী…