নলডাঙ্গায় ট্রলির ধাক্কায় যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি.

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাটি বোঝাই ট্রলির ধাক্কায় আলম (২৩) নামে এক যুবকে নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত আলম উপজেলার পাটুল পশ্চিমপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নলডাঙ্গা থানার ওসি মোস্তফা কামাল জানান, রাত আনুমানিক ৮টার সময় আলম পাটুল বাজারের শামিমের কম্পিউটারের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আলম। এ সময় হালতিবিল থেকে উঠে আসা মাটি বোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
শনিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ