আগামী জুনে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে না সুপারস্টার নেইমারকে। বার্সেলোনার এ ফরোয়ার্ডকে বিশ্রাম দেয়া হয়েছে। ২০১৩ সালের পর এবারই প্রথম বিশ্রাম পেলেন নেইমার।
আগামী ৯ জুন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৩ জুন স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তিতের দল। একই ভেন্যুতে দুটি ম্যাচই বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১২টা পাঁচ মিনিটে শুরু হবে।
নেইমার ছাড়াও দুই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে ফিরমিনো, মারকুইনহোস, মিরান্ডা, মার্সেলো ও দানি আলভেজকে। তবে প্রথমবারের মতো প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের দলে ডাক পেয়েছেন মোনাকোর সেন্টার ব্যাক জেমারসন ও করিনথিয়ান্স মিড ফিল্ডার রডরিজুনিহো। এছাড়া শাখতারের স্ট্রাইকার টাইসনকেও দলে নিয়েছেন তিতে।
ব্রাজিলের কোচ চমক দিয়েছেন ডিফেন্ডার ডেভিড লুইসকে দলে এনে। শুধু লুইস না গ্যাব্রিয়েলকেও দলে সুযোগ দিয়েছেন তিতে। ম্যানচেস্টার সিটির এ ফুটবলার দুই মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন।