আফগানিস্তানে বোমা বিস্ফোরণে একই পরিবারের ১১ জন নিহত
নিউজ ডেস্ক.
আফগানিস্তানের পূর্বাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছে। শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে গাড়িতে করে যাওয়ার সময় তারা নির্মম হামলার শিকার হন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।
খবরে বলা হয়, আফগানিস্তানের লগার প্রদেশের মোহাম্মাদ আঘা জেলায় এ হামলার ঘটনা ঘটে। তবে কোনো জঙ্গি গ্রুপ এখন পর্যন্ত এর দায়িত্ব স্বীকার করেনি।
লগার প্রদেশের গভর্নর মোহাম্মদ হালিম ফিদাই বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় তাদের গাড়ি বোমা হামলায় উড়ে যায়।’
নিহতদের মধ্যে ৫ নারী ও ৫ শিশু রয়েছে।
প্রাদেশিক কর্তৃপক্ষ এ হামলার ঘটনায় তালেবানকে দায়ী করেছে। তবে তাৎক্ষণিকভাবে তালেবানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর এএফপির।
নিউজ ডেস্ক. জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয়ে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ জলবায়ু ও অর্থনৈতিক উপদেষ্টাদের…