দিনাজপুরে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি.

দিনাজপুর শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গা এলাকায় রিয়া (১৭) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নিহতের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। রিয়া স্থানীয় আজমলের মেয়ে।
কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, দুপুরে পরিবারের সদস্যরা রিয়াকে ডাকতে গেলে তার ঘর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলো না। অনেকক্ষণ ডাকার পরও কোনো সাড়া শব্দ না পাওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ফ্যানের সাথে ওড়না পেচানো রিয়ার লাশ উদ্ধার করে।
তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে রিয়া আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ