ধুনটে বাল্য বিয়ে প্রতিরোধে সূধী সমাবেশ

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট উপজেলায় বাল্য বিয়ে ও পারিবারিক নির্যাতন প্রতিরোধ এবং শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষ্যে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগীতায় পল্লী সমাজের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মানিকপটল গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পল্লী সমাজের সভা প্রধান চম্পা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হাসান মুকুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, রাশেদা খাতুন, স্কুল শিক্ষক আব্দুল বারী, সমাজসেবক আব্দুল জলিল, আহসান হাবিব, পল্লী চিকিৎসক মাহমুদুল হাসান, পল্লী সমাজের সাধারণ সম্পাদক আঞ্জুয়ারা খাতুন, ক্যাশিয়ার শিউলী বেগম ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অর্গানাইজার সোলায়মান আলী।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ