ধুনটে আসামী ও পুলিশসহ ৩জন আহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিক্রেতাকে গ্রেফতার করে থানায় ফেরার পথে কুকুড়ের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে আসামী ও পুলিশ কর্মকর্তাসহ ৩জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় ধুনট থানা ভবন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ধুনট থানার এসআই জিন্নুর রহমান (৩৪), কনষ্টেবল আনিছুর রহমান (২৬) ও জিঞ্জিরতলা গ্রামের শাহজাহান আলী ছেলে মাদক বিক্রেতা দুলাল হোসেন (৩৪)।
ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু জানান, আহত দুলাল হোসেন দীর্ঘদিন যাবত হেরোইন বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের এসআই জিন্নুর রহমান ও একজন কনষ্টেবল অভিযান চালিয়ে ধুনট পৌর এলাকার ইছামতি সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তাঁর কাছে ৩ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে গ্রেফতারকৃত দুলাল হোসেনকে সঙ্গে নিয়ে থানায় ফেরার পথে এসআই জিন্নুর রহমানের মোটরসাইকেলটি কুকুরের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এতে এসআই জিন্নুর, কনষ্টেবল আনিছুর ও মাদক বিক্রেতা দুলাল আহত হয়। আহতদের মধ্যে দুলাল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার শারীরীক অবস্থার উন্নতি হলে দুলাল হোসেনকে আদালতে পাঠানো হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ