লালমনিরহাটে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ : আহত ৪

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট থেকে.

লালমনিরহাট সরকারী কলেজ শাখার কমিটি নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৪জন আহত হয়েছে। রোববার দুপুরে লালমনিরহাট সরকারী কলেজ এলাকায় এ সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের জেলা সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক ও যুগ্ন সাধারন সম্পাদক ইমনসহ অন্তত ৪জন আহত হয়েছে।
কলেজ সুত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে জেলা ছাত্রলীগের কলেজ কমিটি নিয়ে দিধাদ্বন্দ চলে আসছিল। রোববার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক একটি খসরা কমিটি অধ্যক্ষের নিকট জমা দিতে যায়। ওই কমিটিতে কলেজ ছাত্রলীগের ত্যাগি কর্মীদের নাম না থাকায় রানু গ্রুপের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এসময় উভয় গ্রুপের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে রানু গ্রুপের কলেজ ছাত্রলীগের কর্মীরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের বেদম মারপিট করে। এতে জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক ও যুগ্ন সাধারন সম্পাদক ইমনসহ ৪জন মারাত্বক আহত হয়।
পরে সভাপতি ও সম্পাদকের পক্ষে শহর থেকে কিছু ছাত্রলীগ কর্মী আসলে আবারও সংঘর্ষ বাধে। এক সময় রানু গ্রুপের কলেজ ছাত্রলীগ কর্মীদের ধাওয়ায় তারাও পালিয়ে যায়। পরে ঘটনা স্থলে পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলেজ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় আবারও উভয় গ্রুপের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ হতে পারে বলে ছাত্রলীগের কর্মীরা আশঙ্কা করছেন।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, ঘটনার সাথে সাথে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
পরবর্তীতে যেন এ রকম ঘটনা না ঘটে এ জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ