ধুনটে পল্লী সমাজ আপগ্রেড ঘোষনা সভা অনুষ্ঠিত

আবু সুফিয়ান.

বগুড়ার ধুনটে শিশুর শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ, মাদক, নারী নির্যাতন ও যৌন হয়রানীর প্রতিরোধের উল্লেখযোগ্য কর্মকান্ড করায় পল্লী সমাজ আপগ্রেড ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে ধুনট সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নিবার্হি অফিসার রাজিয়া সুলতানা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান আক্তার রিক্তা ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর জেলা ব্যাবস্থাপক জলিলুর রহমান ও ফিল্ড অর্গানাইজার সোলাইমান আলীসহ পল্লী সমাজের সদস্যবৃন্দ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন ।
সভায় ধুনট সদরের ৬টি পল্লী সমাজের নানাবিধ ৩ বছরের কার্যক্রম তুলে ধরা হয়। এতে পল্লী সমাজের সফলতা অর্জন হওয়ায় ফলে এ পল্লী সমাজকে আপগ্রেড ঘোষনা করা হয়। সভায় বক্তরা স্কুলে নিয়মিত পাঠদান, মাদকমুক্ত, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত সমাজ গড়ার উপর গুরুত্বরোপ করেন। সভায় বাল্য বিবাহ প্রতিরোধে শপথ অনুষ্ঠিত হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ