ধুনট বার্তা’র উদ্যোগে রঙিন হলো গতিরোধক

ধুনট (বগুড়া) প্রতিনিধি.

সড়ক দূর্ঘটনা এড়াতে বগুড়ার ধুনট উপজেলায় ধুনট বার্তা সোশ্যাল মিডিয়া ফোরামের উদ্যোগে রং করা হয়েছে গতিরোধক। শুক্রবার দিনব্যাপী পৌর এলাকার থানা ভবন, জিমকল স্কুল, খাদ্য গুদাম, প্যারামাউন্ট স্কুল, পূর্ব ভরনশাহী বাইপাস মোড় ও হুকুম আলী বাসষ্ট্যান্ড এলাকায় গতিরোধক রং করা হয়।
এসময় গতিরোধক রং করার কার্যক্রমে অংশ নেন ধুনট বার্তা’র টিম লিডার আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট বার্তা পরিবারের সদস্য আশরাফুল আলম, কারিমুল হাসান লিখন, আবু সুফিয়ান, নাজমুল হক, রাকিবুল ইসলাম, ধুনট বার্তা সোশ্যাল মিডিয়া ফোরামের আহ্বায়ক প্রভাষক এস. এম. আবু জাফর সিদ্দিক, সদস্য জাকির হোসেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ