ধুনটে রমজানে খাদ্যে ভেজাল রোধে মতবিনিময় সভা

জিল্লুর রহমান.

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় খাদ্যে ভেজাল রোধে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে শহরের সবজি বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা।
ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ও পৌর মেয়র এজিএম বাদশাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান লাল মিয়া, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ব্যবসায়ী সমিতির নেতা রঞ্জন কুমার ও সাবেক পৌর কাউন্সিলর মুঞ্জিল হোসেন আকন্দ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ