শেরপুরে খোলা আকাশের নিচে পাঠদান

আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে.

বগুড়ার শেরপুরের কাফুড়া সমবায় বালিকা দাখিল মাদ্রাসায় গত ৭দিন যাবত খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে। এতে যেমন শিক্ষাদানের ব্যহতসহ মেরামতের কোন উদ্যেগ নেওয়া হয়নি।
জানা যায়, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ৩০ মিনিটের কাল বৈশাখী ঝড়ে বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান,বাড়িঘর,গাছপালা লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে ব্যাপক ক্ষতির বিষয়ে খোঁজ খবর নিতে গতকাল সোমবার দুপুর ১২টায় সরেজমিনে উপজেলার কাফুড়া সমবায় বালিকা দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায় করুন দৃশ্য। মাদ্রাসাটির টিনের চালা,সীমানা প্রাচীর,শ্রেনী কক্ষের জানালা দরজা, চেয়ার টেবিল,ব্রেঞ্চ,আসবাবপত্র, বৈদ্যুতিক ফ্যান, গাছপালাসহ অন্যান্য সামগ্রী ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে। কয়েকটি ব্রেঞ্চ যোগাড় করে গত ৭ দিন যাবত খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা নেওয়া হচ্ছে। সাজানো গোছানো মাদ্রাসাটির ৩/৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এ দিকে ক্ষতিগ্রস্থ মাদ্রাসাটিতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান দরিব উদ্দিন সরকার পরিদর্শন করে সরকারী অর্থ প্রাপ্তির আশ্বাস দিলেও উপজেলা প্রসাশনের পক্ষ থেকে কতদিনে মেরামত করা হবে তার কোন নিশ্চয়তা নেই।
এ প্রসঙ্গে মাদ্রাসা সুপার মাওঃ আব্দুল হালিম বলেন, ঝড়ে মাদ্রাসাটির লন্ডভন্ড হওয়ায় শিক্ষার্থীদের খোলা আকাশের নিচেই পাঠদান চালানো হচ্ছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ