সুপ্রিম কোর্টও কব্জায় নিতে চায় সরকার: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক.

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘নিম্ন আদালতের মতো সুপ্রিম কোর্টও সরকার কব্জায় নিতে চায়।’ আজ মঙ্গলবার বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে তিনি এই মন্তব্য করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাত সদস্যের বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই আপিলের শুনানি হচ্ছে।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম লিখিত যুক্তিতর্কের ওপর আদালতে শুনানি করেন।
প্রধান বিচারপতির মন্তব্যের পর এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এটা পলিটিক্যাল ইস্যু। অনেক ইস্যু থাকে। ভাস্কর্যও একটা ইস্যু হয়ে গেছে।’
এসময় প্রধান বিচারপতি বলেন, ‘এটা পলিটিক্যাল ইস্যু নয়। এটার সাথে ওটা মিলাবেন না। নিম্ন আদালতের বিচার পঙ্গু হয়ে যাচ্ছে। তাহলে আপনি উত্তর দেন, একটা জেলায় যদি ৫ মাস ধরে জেলা জজ না থাকে তাহলে বিচার কিভাবে চলে?’
উত্তরে এ্যাটর্নি জেনারেল জানান, ‘বিচার বিভাগ তখনই অকার্যকর হয়ে যাবে। তখন দেশে অরাজকতা চলতে থাকবে।’
এরপর প্রধান বিচারপতি বলেন, ‘নিম্ন আদালত মানেই আইন মন্ত্রণালয়। এখন উচ্চ আদালতকে পার্লামেন্টের কাছে নিয়ে গেছেন। তাহলে বিচার বিভাগের কী থাকল?’
এ্যাটর্নি জেনারেল তার জবাবে বলেন, ‘বিচার বিভাগ এটা বলতে পারে না।’
এর আগে আজ সকাল সোয়া নয়টা থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার যুক্তি খণ্ডন শুরু করেন। বেলা ১১টা পর্যন্ত শুনানি চলার পর আধা ঘণ্টার জন্য শুনানির বিরতি দেয়া হয়। পরে সাড়ে ১১টা থেকে আবার শুরু হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ