সাম্প্রতিক সময়ে নানা বিষয় নিয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। তবে সবকিছুকে পেছনে রেখে আবারও অভিনয়ে মন দিয়েছেন তিনি। সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। ছবির নাম ‘চালবাজ’।
দুই বাংলার যৌথ প্রযোজনার ছবিটি বাংলাদেশ থেকে কাট-অ্যাকশান এন্টারটেইনমেন্ট প্রডাকশন হাউজের ব্যানারে পরিচালনা করবেন তরুণ নির্মাতা অনন্য মামুন। কলকাতা থেকে এসকে মুভিজের ব্যানারে পরিচালনায় থাকছেন জয়দীপ মুখার্জি।
জানা গেছে, এ কারণে আগামী ২০ জুন লন্ডনে যাবেন ঢাকাই ছবির জনপ্রিয় এই চিত্রনায়ক। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। এছাড়া আরও থাকবেন দুই বাংলার একঝাঁক তারকা।
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আগামী ২০ জুন লন্ডনে যাচ্ছি নতুন যৌথ প্রযোজিত সিনেমাটির শুটিংয়ে। আমার সঙ্গে চুক্তি হয়েছে। সিনেমার গল্প, চরিত্র আমার পছন্দ হয়েছে বলেই রাজি হয়েছি। যৌথ প্রযোজিত সিনেমার সবকিছু মেনেই ছবিটা করা হবে।’
‘চালবাজ’ ছবিটি হবে শাকিব-শ্রভশ্রী জুটির দ্বিতীয় ছবি। এর আগে যৌথ প্রযোজনায় ‘নবাব’ ছবিতে প্রথমবার জুটি বাঁধেন তারা। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এদিকে শাকিব বর্তমানে কাজ করছেন ‘রংবাজ’ ছবিতে। এতে তার নায়িকা শবনম বুবলি।
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Share on Facebook Tweet it Pin it Share it Email ক্রীড়া ডেস্ক. আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ