শেরপুরে বিনামূল্যে দন্ত চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে.

বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলার কুসুম্বী ও শাহবন্দেগী ইউনিয়নের ৪৫ জন দুঃস্থ অসহায় গরীব মানুষদের বিনামূল্যে দন্ত চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় খন্দকারটোলা গেট রসুল ডায়াগনষ্টিক এন্ড ডেন্টাল কেয়ারে সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে দন্ত চিকিৎসা সেবা প্রদানের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার শারমিন সুলতানা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দন্ত চিকিৎসা কর্মসূচি অত্যন্ত ব্যয়বহুল তাই আমাদের দেশের লোকেরা দাতের চিকিৎসা করাতে চায়না ও যত্ন নেয়া থেকে বিরত থাকে। অবহেলা করে যার ফলে তাদের বিভিন্ন রোগের দেখা যায় অল্প বয়সের দাত পড়ে নষ্ট হয়। কিন্তু সমাজ উন্নয়ন সংস্থা গ্রামের অবহেলিত দুঃস্থ গরীব অসহায় নারী ও পুরুষদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা প্রদান করছে। এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন যেন এ ধারাবাহীকতা ধরে রেখে আগামীতেও অব্যাহত রাখে সেদিকে নজর রাখার পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম ও চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নাজমীন আক্তার। উক্ত চিকিৎসাসেবায় কুসুম্বী ও শাহবন্দেগী ইউনিয়নের দারকীপাড়া, খন্দকারটোলা, ঘোলাগাড়ী গ্রামের দুঃস্থ অসহায় গরীব মহিলা ও পুরুষদের নিয়ে ৩ ব্যাচে ১৫জন করে মোট ৪৫ জন নারী ও পুরুষদের ডাক্তারের পরামর্শের ভিত্তিতে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ