গ্রামীণ ইউনিক্লো’র ঈদ কালেকশন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
স্টাফ রিপোর্টার.

ঈদের আনন্দে নতুন অনুষঙ্গ যোগ করে পোশাক। তাই সব বয়সের ও আয়ের মানুষের জন্যই গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে নানা ধরণের ক্যাজুয়াল এবং ট্রেডিশনাল পোষাকের সমাহার। এর মধ্যে রয়েছে পাঞ্জাবী, পাজামা, শার্ট, টি- শাট, পোলো- শাট, জিনস- প্যান্ট, চিনো- প্যান্ট ও মেয়েদের অনেক ডিজাইনের কামিজ ও ক্যাজুয়াল শার্র্ট। এছাড়াও ছেলেদের বক্সার-ব্রিফ, ট্যাংক-টপ ও মেয়েদের পালাজ্জো, লেগিংস, ওমেন পেন্সিল প্যান্ট। আরামদায়ক ও ট্রেন্ডি এসব পোশাক পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে ।

    উল্লেখ্য গ্রামীণ ইউনিক্লোর বর্তমানে ১৩ টি শাখা আছে। বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মিরপুর-০১, মোহাম্মদপুর রিং রোড, ধানমন্ডি মেট্রোশপিং মল, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ওয়ারী র‌্যাংকিন স্ট্রিট, গুলশান বাড্ডা লিংক রোড এবং সাভার সিটি সেন্টার । বিস্তারিত জানতে: http://www.facebook.com/grameenuniqlo

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ