এভারেস্টের বেস ক্যাম্পে ৪ পর্বতারোহীর মরদেহ

নিউজ ডেস্ক.

মাউন্ট এভারেস্টের একটি বেস ক্যাম্পের দুটি তাঁবুতে ৪ পবর্তারোহীর মরদেহ পেয়েছে নেপালি শেরপারা।
মঙ্গলবার দিবাগত রাতে ৮ হাজার মিটার (২৬ হাজার ২৪৬ ফুট) উচ্চতায় অবস্থিত ক্যাম্প ফোরে ওই পর্বতারোহীদের মৃতদেহগুলো পাওয়া যায় বলে আজ বুধবার জানিয়েছেন কাঠমান্ডুভিত্তিক সেভেন সামিট ট্রেকস গ্রুপের মিঙ্গমা শেরপা।
এদের নিয়ে গত ১ মাসে বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ায় আরোহণ করতে গিয়ে মারা যাওয়া পর্র্বতারোহীর সংখ্যা ১০ জনে দাঁড়াল।
এই ৪ জন কীভাবে মারা গেছে তা পরিষ্কার নয়, তাদের পরিচয়ও বের করা যায়নি বলে জানিয়েছেন মিঙ্গমা।
নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি অং তশেরিং শেরপা জানিয়েছেন, মঙ্গলবার পর্বতে ঝড়ো আবহাওয়া বিরাজ করছিল।
যে শেরপারা এই ৪ জনের মৃতদেহ খুঁজে পেয়েছেন তারা ৮ হাজার ৮৫০ মিটার (২৯,০৩৫ ফুট) উচ্চতার পর্বত শিখরটির কাছে মারা যাওয়া স্লোভাকিয়ার পর্বতারোহী ভ্লাদিমির স্ট্রবার মৃতদেহ উদ্ধার করে আনতে গিয়েছিলেন। স্ট্রবা ওই উচ্চতায় পৌঁছানোর পর রবিবার মারা যান।
চলতি পর্বতারোহণ ঋতুতে মাউন্ট এভারেস্টে ১০ পর্বতারোহীর মৃত্যু হলো, এদের মধ্যে একজন পর্বতের চীনের দিকের পাশটায় মারা গেছেন। চলতি পর্বতারোহণ ঋতুটি চলতি মাসেই শেষ হবে।
এ বছর নেপাল ও চীন উভয় দেশের রুটগুলো ধরে কয়েকশ’ পর্বতারোহী মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছানোর চেষ্টা করেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ