ভারতে বাস উল্টে নদীতে : নিহত ২৩

নিউজ ডেস্ক.

ভারতের উত্তরখণ্ডের ধরাসুর এলাকায় তীর্থযাত্রীদের একটি বাস উল্টে নদীতে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭ জন।
মঙ্গলবার মধ্যপ্রদেশের ইন্দোর থেকে কেদারনাথে তীর্থযাত্রীরা বাসে করে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ১শ’ ফুট নিচে ভাগীরথী নদীতে পড়ে যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ওই বাসে ৫৭ জন তীর্থযাত্রী গঙ্গোত্রী থেকে হরিদ্বার যাচ্ছিলেন বলে জানিয়েছেন তহশিলদার ডিডি শর্মা।
নিহতদের বেশিরভাগই মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। দুর্ঘটনার সংবাদে নিহতদের পরিবারে শোকের মাতম শুরু হয়েছে। প্রিয়জনদের মরদেহ ফিরে পেতে সরকারের কাছে আবেদন করেছেন নিহতদের স্বজনরা।
দুর্ঘটনার পরপরই রাজ্য সরকারের নির্দেশে উদ্ধার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের মাথা পিছু ৫০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ