বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন আয়োজিত প্রতিবাদ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার সকালে এ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জাকির হোসেন রাজু। তিনি বলেন, বাংলাদেশের সকল খাস জমি ভুমি দস্যু ও অবৈধ দখলদার থেকে উদ্ধার করে ভুমিহীন মানুষদের জন্য বরাদ্দ করতে হবে। উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামে প্রায় ৩৫ বিঘা জমি অবৈধ দখলদারদের হাতে জিম্মি হয়ে আছে। এগুলোর বিরুদ্ধে আইনত ব্যাবস্থা গ্রহন করে ভুমিহীন মানুষদের জন্য বরাদ্দ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেন। এমসয় আরও বক্তব্য রাখেন, বগুড়া জেলা ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি বেলাল আহম্মেদ, ধুনট উপজেলা ক্ষেতমজুর ইউনিয়নের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম।