শেরপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আজ

আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে.

বগুড়ার শেরপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আজ। শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা কেন্দে শুক্রবার (২৬মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন করা হবে। এই নির্বাচনে মোট ১৮টি পদে মোট ২৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ৭জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। আর সভাপতি-সাধারণ সম্পাদকসহ বাকি ১১টি পদে মোট ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচনের শেষ মুহর্ুূতে নির্বাচনী প্রচার-প্রচারণাও বেশ জমে উঠেছে। পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে স্ব স্ব প্রার্থীদের পক্ষ থেকে সাটানো হয়েছে নানা রংয়ের পোষ্টার। একইসঙ্গে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরাও নিজের পক্ষে প্রার্থনা করছেন একটি করে ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু এই তথ্য নিশ্চিত করে জানান, ইতিমধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করে আনা হয়েছে। এই নির্বাচনে মোট ২হাজার ৪২জন ভোটার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠভাবে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সংখ্যক লোকও নিয়োগ দেয়া হয়েছে। আইনশৃংখলা রক্ষার জন্য ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। নির্বাচন সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশি¬ষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ