দিনাজপুরে জেএমবির ২ সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি.

দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী মাজার এলাকা থেকে বুধবার (২৪শে মে) ভোরে অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব -১৩) সদস্যরা।
আটকরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর পোড়াহাড়িয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বাদল মিয়া ওরফে বাদল হানজালা (৩২) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ঘোড়াবান গ্রামের আব্দুস সামাদের ছেলে বেলাল হোসেন (২৫)।
বাদল মিয়ার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা এবং আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আট বছর ধরে তিনি নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অবস্থান করতেন। এ ছাড়া তিনি গোবিন্দগঞ্জের একটি মসজিদে ইমামতি করার সময় জিহাদ ও কিতাব সম্পর্কিত লিপলেট বিতরণ করেছেন। তিনি জেএমবির একজন সক্রিয় সদস্য বলে র‌্যাব দাবি করেন।
এ দিকে বেলাল হোসেন জেএমবির কর্মকাণ্ডে নিয়মিত চাঁদা দিতেন বেলাল। বিভিন্ন কর্মকাণ্ডের আড়ালে জেএমবির কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে বলে দাবি করছে র‌্যাব ।
রংপুর র‌্যাব -১৩ এর অধিনায়ক লে. কর্নেল এটিএম আতিকুল্লাহ্ আতিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয় স্বীকার করেছেন আটক দুই ব্যাক্তি এমন তথ্য দিয়েছেন (র‌্যাব -১৩) । বুধবার বাদল মিয়া ওরফে বাদল হানযালাকে গাইবান্ধা জেলা পুলিশ এবং বেলাল হোসেনকে কোতোয়ালি থানায় তুলে দেওয়া হয়।
এর আগে রংপুরে র‌্যাব -১৩ এর ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে উভয়কে উপস্থাপন করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ