প্রথমবারের মত বেসরকারিভাবে রকেট উৎক্ষেপণ

নিউজ ডেস্ক.

নিউজিল্যান্ড থেকে মহাকাশে রকেট উৎক্ষেপণ করেছে একটি মার্কিন কোম্পানি। এর ফলে এই প্রথম কোনো বেসরকারি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে রকেট উৎক্ষেণ করা হলো।
বেসরকারি ওই কোম্পানির এক টুইটার বার্তায় বলা হয়, রকেট ল্যাবের ১৭ মিটার দীর্ঘ (৫৬ ফুট) ইলেক্ট্রন রকেট নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের মহিয়া উপদ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয়।
নিউজিল্যান্ড থেকে এই প্রথমবারের মতো মহাকাশে এ ধরনের রকেট উৎক্ষেপণ করা হলো। উদীয়মান এই বাজারের জন্যে এটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।
এদিকে এ বছরের শেষের দিকে কোম্পানিটির বাণিজ্যিক ভিত্তিতে রকেট উৎক্ষেপণ শুরুর পরিকল্পনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ইলেক্ট্রন রকেট চারদিনের বিলম্বে স্থানীয় সময় ১৬টা ২০মিনিটে উৎক্ষেণ করা হয়।
রকেট উৎক্ষেপণের পর আরেকটি টুইটে ওই বেসরকারি কোম্পানি উচ্ছাস প্রকাশ করে আরো চমকের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। সূত্র: বিবিসি

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ