ধুনটে গুনীজন সংবর্ধনা প্রদান

আমিনুল ইসলাম শ্রাবণ.

বগুড়া ধুনট উপজেলায় শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের রজত জয়ন্তী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ফাউন্ডেশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, এলজিইডি’র রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলী আহম্মেদ, এশিয়া প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আমিনুল ইসলাম, অর্থ মন্ত্রনালয়ের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমীর উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, বর্তমান চেয়ারম্যান হারুনর রশীদ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম, মথুরাপুর জিএমজি কলেজের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, ফাউন্ডেশনের সচিব আজাহার আলী ভুইয়া ও বিশিষ্ট কলামিষ্ট রেজাউল হক মিন্টু।
রজত জয়ন্তী অনুষ্ঠানে সমাজসেবায় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, এলজিইডি’র রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলী আহম্মেদ, অর্থ মন্ত্রনালয়ের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমীর উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, বিসিপিএস’র অবসরপ্রাপ্ত পরিচালক প্রশাসন বিএম আজিজুর রহমান, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজ, মুক্তিযুদ্ধে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জালাল উদ্দিন, আজাহার আলী, জহুরুল ইসলাম, রনজিত কুমার সাহা, তোজাম্মেল হক, মোজাম্মেল হক, নজরুল ইসলাম নাসির, শিক্ষায় এশিয়া প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আমিনুল ইসলাম, জিএমসি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আবুল কাশেম মীর, হরিনাথপুর আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, মথুরাপুর নিউ মিলেনিয়াম কেজি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মেল হক, বিশ্বহরিগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েস, পাঁচথুপি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহুলুল হক, চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞ ডা. ইব্রাহীম খলীলুল্লাহ, সাহিত্যে মুহাম্মদ সাইফুল ইসলাম, উদ্দীপনা পুরস্কার সভাপতি জিএমসি কলেজের সভাপতি টিএম রেজাউল ইসলাম রেজা, ছাতিয়ানী মাদ্রাসার সভাপতি আয়নুল হক ও ছাতিয়ানী মাদ্রাসার পরিচালক হাবিবুল্লাহ মাসুমকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ