লালমনিরহাটে দৈনিক প্রতিদিনের সংবাদ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জিন্নাতুল ইসলাম জিন্না,, লালমনিরহাট থেকে.

লালমনিরহাটে দৈনিক প্রতিদিনের সংবাদ’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পর্দাপন পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট প্রেসক্লাবে কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার, এসএম নাসিরুদ্দিন ।
সিনিয়র সাংবাদিক ও যমুনা টেলিভিশন প্রতিনিধি আনিছুর রহমান লাডলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কবি ও বিশিষ্ট সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি, জেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোফাখ্খারুল ইসলাম মজনু, সাধারন সম্পাদক আহমেদুর রহমান মুকুল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আব্দুর রব সুজন, ডেইলী স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, ডিবিসি প্রতিনিধি মাজেদুল ইসলাম সরকার মাজেদ, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি তেিৈহদুল ইসলাম লিটন, বাংলা নিউজ প্রতিনিধি খোরশেদ আলম সাগর, মানব কন্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, ভোরের পাতা প্রতিনিধি আসাদুল ইসলাম সবুজ, প্রতিদিনের সংবাদ লালমনিরহাট প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না প্রমুখ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে, প্রতিদিনের সংবাদের লালমনিরহাটের বিভিন্ন উপজেলা প্রতিনিধিসহ লালমনিরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ