ধুনটে বিষপানে নারীর মৃত্যু

জিল্লুর রহমান.

বগুড়া ধুনট উপজেলায় বিষপানে ইনারা খাতুন (৩৫) নামের বুদ্ধি প্রতিবন্ধী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ইনারা উপজেলার কালেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর গ্রামের লকুমুদ্দিনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইনারা খাতুন বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। এ কারনে সে অবিবাহিত ছিল এবং বাবার বাড়ীতে থাকতেন। বুধবার রাত সাড়ে ৮টায় বিষপান করে অসুস্থ্য হয়ে পড়েন ইনারা খাতুন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বগুড়ায় নেওয়ার পথে ইনারা খাতুন মারা যান।
ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ