আফগানিস্তানের পূর্বাঞ্চলের খোস্ত প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো ১০ জন।
রমজানের প্রথম দিনে স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে খোস্ত শহরে একটি স্টেডিয়াম ও বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
পহেলা রমজান হওয়ায় শনিবার ছিল আফগানিস্তানের সরকারি ছুটির দিন।
খোস্ত প্রদেশের গভর্নরের মুখপাত্র মুবারিজ জরদান মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানান, এ হামলায় দুই শিশুসহ ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।
মুবারিজ জরদান আরো বলেন, ‘তাদের লক্ষ্যবস্তু ছিল আফগান পুলিশ ও আমেরিকার সৈন্যরা। কিন্তু এ হামলার ভূক্তভোগীদের বেশির ভাগই সাধারণ নাগরিক।’
আফগানিস্তানের জাতিসংঘের প্রতিনিধিদল রমজান মাসে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছিল। তালেবানরাও শুক্রবার রমজান মাসে তাদের হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।
এর আগে শুক্রবার পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশের আদরাসকান জেলায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় বাসে অবস্থানরত নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়।
নিউজ ডেস্ক. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের ব্যস্ততম বাস টার্মিনালে ‘সন্ত্রাসী আক্রমণের চেষ্টা’র অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। আটক হওয়ার সময় আহত…