দুর্দান্ত শতকের পরই সাজঘরে তামিম

নিউজ ডেস্ক.

দুর্দান্ত ফর্মটা ধরে রাখলেন তামিম ইকবাল। আয়ারল্যান্ডে দারুণ একটা সিরিজ পার করার পর চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচেও অসাধারণ ব্যাটিং করে চলেছেন বাহাতি এই ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে তাঁর বিষ্ফোরক ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ। ৮৯ বলে ৯টি চার ও চারটি বিশাল ছয়ে শতক পূর্ণ করেন তামিম ইকবাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে তিন উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আউট হয়ে গেছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস ও তামিম ইকবাল। সপ্তম ওভারে জুনায়েদ খানের বলে স্লিপে বাবর আজমকে ক্যাচ দেন সৌম্য সরকার। ১৯ রান করেন তিনি। এরপর ইমরুলকে নিয়ে ১৪২ রানের জুটি বাধেন তামিম ইকবাল। দলীয় ১৬৯ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফিরে যান ইমরুল। ৬২ বলে আটটি চারে ৬১ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
আজ পাকিস্তানি বোলার বেশ ভালোভাবেই সামলিয়েছেন তামিম। ওয়াহাব রিয়াজ, হাসান আলি, জুনায়েদ খানদের মতো বোলারদের বেধড়ক পিটিয়েছেন তামিম। ৩৯ বলে হাফ সেঞ্চুরি করা পর ৮৯ বলে শতকও পূর্ণ করেন এই ব্যাটসম্যান। শতক হওয়ার পরই অবশ্য ফিরে গেছেন তামিম। ৯৩ বলে ১০২ রান করার পর শাদাব খানের বলে জুনায়েদকে ক্যাচ দেন তিনি।
মুশফিকুর রহিম ২৬ ও সাকিব আল হাসান এক রানে অপরাজিত রয়েছেন।
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচের টস ভাগ্যটা গেছে বাংলাদেশের পক্ষে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। শুরুতেই ওপেনার সৌম্য সরকারের উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে। শুরুর এই ধাক্কা শুধু সামলেই ওঠেনি বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্ব র‍্যাংকিংয়ে ছয় নম্বর দল হিসেবে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পাকিস্তান বর্তমানে অষ্টম স্থানে রয়েছে।
আয়ারল্যান্ড থেকে ফিরেই প্রস্তুতি ম্যাচের জন্য অনুশীলন শুরু করে দেয় বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের মতো এই ম্যাচেও সাত ব্যাটসম্যান নিয়ে মাঠে নামছে মাশরাফির দল।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
পাকিস্তান দল : আহমেদ শেহজাদ, আজহার আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ ও জুনায়েদ খান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ