আশরাফুল আলম.
বগুড়া ধুনট উপজেলার নাটাবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাকসুদুল হক বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম দুলাল, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সদস্য শাহাদৎ হোসেন, বেলাল হোসেন, আশরাফুল কবীর বিপুল, উপজেলা কৃষক লীগের সভাপতি কুদরত-ই খুদা জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পরিচালনা কমিটির দাতা সদস্য মিনহাজ আলম, অভিভাবক সদস্য বকুল মিয়া, শহিদুল ইসলাম, রঞ্জু মিয়া, নাজমুল হোসেন, ছনিয়া খাতুন, শিক্ষক প্রতিনিধি ইমান আলী, ফাতেমা শিরিন, জাকিয়া সুলতানা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন ও সদস্য আবু সালেহ স্বপন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাবিবর রহমান বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সাফল্য অর্জন করেছে। শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, বছরের প্রথম দিনে বই, মেধা বিকাশের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা উপহার দিয়েছেন। এতে দেশের শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটছে। এজন্য আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা রক্ষায় তিনি নৌকা প্রতীকে সকলের সমর্থন কামনা করেন।