ভারত সফর চরম ব্যর্থ: খালেদা

নিউজ ডেস্ক.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে চরম ব্যর্থ সফর হিসেবে আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ভারত সফর কেবলমাত্র দেয়ার ও না পাওয়ার চরম ব্যর্থ সফর। ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিতে জাতীয় স্বার্থ সংরক্ষণ করা হয়নি। খর্ব হয়েছে সার্বভৌমত্ব। জনগণ ফলাফলে তৃপ্ত নয় বরং আতঙ্কিত।
বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, জনগণের দাবি সত্ত্বেও রামপালের বিষয়ে একটি কথাও বলেননি। মানুষকে আশা দিয়ে খালি হাতে ফিরে এসেছেন।
তিনি আরো বলেন, ভারত সফরের আগে দেশের নাগরিক ও সুশীল সমাজসহ কারও সঙ্গে আলাপ না করে চুক্তি ও সমঝোতার বিষয়গুলো নিয়ে গোপনীয়তা রক্ষা করা হয়েছে। চুক্তি ও সমঝোতা শেষে জনগণের আশঙ্কাই সত্য প্রমাণিত হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, আবদুল আউয়াল মিন্টু, আহমদ আযম খান, শওকত মাহমুদ, ডা এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আমানউল্লাহ আমান, অধ্যাপক সুকমল বড়ুয়া, ২০ দলীয় জোট নেতা মেজর জেনারেল (অব.) মো. ইব্রাহিম, শফিউল আলম প্রধান ও আন্দালিব রহমান পার্থ।
ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের একদিন পর সাংবাদিকদের সামনে এলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সর্বশেষ গত বছরের ১৮ নভেম্বর ‘নির্বাচন কমিশন শক্তিশালীকরণে বিএনপির প্রস্তাবাবলী’ নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন খালেদা জিয়া।
প্রধানমন্ত্রী তার ভারত সফর সম্পূর্ণ সফল হয়েছে বলে দাবি করলেও বিএনপি বলছে, এতে জনগণের আশা পূরণ হয়নি।
নরেন্দ্র মোদীর জমানায় দ্বিপক্ষীয় প্রথম সফরে শুক্রবার ভারতে যান শেখ হাসিনা, সোমবার ফেরেন তিনি। তার সফরে চুক্তি-সমঝোতা স্মারকসহ ৩৬টি দলিল সই হয়েছে দুই দেশের মধ্যে।
তিস্তা চুক্তির জট না খোলা, সীমান্তে হত্যা বন্ধ নিয়ে কোনো আলোচনা না হওয়ায় এই সফরে বাংলাদেশের আশা পূরণ হয়নি বলে বিএনপির মন্তব্য। পাশপাশি প্রতিরক্ষা সহযোগিতায় সমঝোতা স্মারককে সার্বভৌমত্ব ক্ষুণ্নের সঙ্গে তুলনা করেছে দলটি।
প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, এই সফরে আমি সম্পূর্ণ তৃপ্ত, ফলপ্রসূ হয়েছে। সম্মানের দিক থেকে আমরা সমান-সমান, এটা তৃপ্তির। এখানে হতাশার কিছু নেই। এই সফর সম্পূর্ণ সফল হয়েছে।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনা চীনের সঙ্গে বিএনপি আমলে প্রতিরক্ষা চুক্তি সইয়ের বিষয়টি তুলে ধরে আবারও বলেন, বঙ্গবন্ধুকন্যা হিসেবে তিনি দেশের স্বার্থহানি ঘটিয়ে কিছু কখনও করবেন না।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ