কাজীপুর প্রতিনিধি.
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বেলতৈল গ্রামের এক যুবকের সন্ধান পাচ্ছেনা তার পরিবার। নিখোঁজ যুবকের নাম আব্দুল হালিম (৩১)। সে মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল গ্রামের রেজাউল করিমের পুত্র। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, পরণে ছিল লুঙ্গি।
ওই গ্রামের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, ছেলেটি কিছুদিন যাবৎ মানসিক ভারসাম্য হারিয়ে গ্রামের মধ্যেই ঘোরাফেরা করছিল। কিন্তু গত ১৩ মে সবার অজান্তে বাড়ি থেকে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছেনা। ওই যুবকের সন্ধান পেলে ০১৭৬৬৫ ৬৬ ১ ৭০৪ নম্বরে যোগাযোগ করার জন্যে অনুরোধ জানিয়েছেন তার বাবা।