রাশিফল : আবেগ সংযত রাখুন মেষ, আশা পূরণ মীনের

নিউজ ডেস্ক.


আজ ১৫ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ এবং ২ রমজান ১৪৩৮ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। ‏‏আজ সূর্যোদয় ৫টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বুধ। আপনার শুভ সংখ্যা ২ ও ৫। শুভ বার সোম ও বুধ। শুভ রত্ন মুক্তা ও পান্না।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। ধর্মকর্মের প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। গলা-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। কাজকর্মে উৎসাহবোধ করবেন। প্রয়োজনবোধে সীমিত ঝুঁকি নিতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। পড়াশোনায় আনন্দবোধ করবেন। অধীনদের কাজে লাগাতে চেষ্টা করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। শরীর মোটামুটি ভালো থাকবে। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। প্রাপ্তিযোগ আছে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। জীবন ও জগৎ সম্পর্কে নতুন করে ধারণা পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অতীন্দ্রিয় বিশ্বাসের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

যৌথ ও অংশীদারি কারবারে সুফল পাবেন। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। গমনেচ্ছু ব্যক্তিকে যেতে দিন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পড়াশোনায় আনন্দবোধ করবেন। ধর্মকর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। সাময়িক কোনো অসুখ অশান্তি দেখা দিতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কোনো আশা পূরণ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকবে। নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ