ধুনটে আগুনে পুড়লো ৩ বাড়ী

 

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনট উপজেলায় আগুন লেগে পুড়ে গেছে ৩টি বাড়ী। সোমবার দুপুরে উপজেলার হেউটনগর গ্রামের কদলা পাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোদলা পাড়ার আব্দুল হামিদ খোকার ছেলে বাবলু মিয়ার বাড়ী, ফিরোজুল ইসলামের ছেলে মোফাজ্জল হোসেনের বাড়ী ও আফজাল হোসেনের ছেলে শফিকুল ইসলামের বাড়ী আগুনে পুড়ে গেছে। দ্রুততম সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ঘরবাড়ী ও আসবাবপত্র পুড়ে যায়। এদিকে খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে।

ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রনে এনেছি। তবে ক্ষতিগ্রস্থরা অগ্নিকান্ডের কারন বলতে পারেননি। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট-সার্কিট বা চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আগুনে ঘরবাড়ী, আসবাবপত্র, খড়ের পালা ও গবাদী পশু পুড়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ