হিরো আলমের বাবার মৃত্যু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আবু সুফিয়ান.


    অনলাইন বিশ্বের আলোচিত হিরো আশরাফুল হোসাইন আলম (হিরো আলম) এর বাবা আহাম্মদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মঙ্গলবার ভোর ৬টায় বগুড়া সদরের এরুলিয়া গ্রামের নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বৎসর।

    পরিবারিক সূত্রে জানা যায়, আহাম্মদ আলীর একমাত্র পুত্র হিরো আলম। মৃত্যুকালে তিনি স্ত্রী, হিরো আলমসহ তাঁর পরিবার ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আসরের নামাজ শেষে নিজ গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

    বাবার মৃত্যু প্রসঙ্গে হিরো আলম বলেন, মুলত হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেছেন। ভোর রাতে তিনি রোজা রাখার জন্য সেহেরী খেয়েছেন। ফজরের নামাজ আদায় করেছেন। কিন্তু দিনের আলো ফুটবার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

    হিরো আলম ধুনট বার্তাকে বলেন, একটি চলচিত্রের কাজে ঢাকায় ছিলাম। ভোরে বাড়ী থেকে ফোনে বাবার মৃত্যুর খবর জানানো হয়। আমি ঢাকা থেকে বগুড়ায় গ্রামের বাড়ী উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাবার মৃত্যুতে আপ্লুত হিরো আলম দেশবাসীর কাছে বাবার আত্মার শান্তির জন্য দোয়া কামনা করেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ