বিএনপি কে ছাড়া নির্বাচন করা সরকারের জন্য সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় একথা বলেন তিনি।
এ সময় সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষদের কথা জানিয়ে মির্জা ফকরুল বলেন, ওখানে মানুষ খুব কষ্টে আছে। এবং এটাকে দুর্গত অঞ্চল ঘোষণা করে আগামী ফসল ওঠা পর্যন্ত ত্রাণ দেয়া একই সঙ্গে ঋণ দেয়ার কথা আমরা বলে এসেছি।
এছাড়া নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নিবন্ধন বাতিল হবে কিনা এ বিষয়ে আমাদের কোন চিন্তা নেই। বিএনপি বাদ দিয়ে নির্বাচন তারা করতে চাই তাহলে করুক না। এত সোজা নয়। বিএনপি বাংলাদেশের বৃহত্তম দল। একটা নির্বাচন তারা বিএনপিকে বাদ দিয়ে করেছে। কিন্তু ওই নির্বাচন কোন গ্রহণযোগ্যতা পায়নি।
নিউজ ডেস্ক. রাজধানীর ডেমরার ক্যামব্রিজ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী হাসান হত্যা মামলায় দুই রংমিস্ত্রির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই…