Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
রাজধানীর শাহ আলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির হত্যা মামলায় স্ত্রী রুমিসহ দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া মোছাম্মত রিয়া নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ এনটিভি অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, এএসআই হুমায়ুনের স্ত্রী রহিমা সুলতানা রুমি এবং তাঁর বন্ধু মো. রাফা।
আবুল কালাম আজাদ জানান, রায় ঘোষণার সময় হুমায়ুনের স্ত্রী রুমিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে ফের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর পারিবারিক কলহের জেরে রাজধানীর মিরপুরের বাসায় রুমি তাঁর স্বামী হুমায়ুনকে ইনজেকশনে বিষ প্রয়োগ করে তারপর শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যাকাণ্ডে তাঁর সঙ্গে ছিলেন বন্ধু মো. রাফা।
এ ঘটনায় নিহতের ভাই বজলুর রশিদ বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
পরবর্তী সময়ে ২০১৪ সালের ২০ জুলাই স্ত্রী রুমিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেন মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম।
অভিযোগপত্র দাখিলের পর ২০১৫ সালের ১৪ মে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত। রায়ের আগে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।