বগুড়া জেলা বিএনপির নেতা সালাম গ্রেফতার

 

বগুড়া প্রতিনিধি.


ভাংচুর ও নাশকতা মামলায় বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহিদ উন নবী সালামকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১২টা নাগাদ বগুড়া সদরের কৈপাড়ায় নিজ বাড়ি থেকে সালামকে গ্রেফতার করা হয়। তিনি মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন জানান, গ্রেফতারকৃত সালামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করার পর আদালতে প্রেরণ করা হয়েছে। খবরটি নিশ্চিত করেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ