নির্বাচনের প্রস্তুতি নিন : বিএনপিকে নাসিম


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

নিউজ ডেস্ক.


    ‘হুমকি-ধমকি না দিয়ে’ বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

    আজ মঙ্গলবার রাজধানীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের নতুন ভবনের নির্মাণকাজ পরিদর্শন শেষে নাসিম এই আহ্বান জানান।

    বিএনপির উদ্দেশে নাসিম বলেন, ‘হুমকি-ধমকি না দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’

    ‘বিএনপি নেতাদের কথা শুনে মনে হচ্ছে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, যা দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ। তাই বিএনপির নেতাদের বলব, আপনারা নির্বাচন নিয়ে বারবার সংশয় প্রকাশ না করে নির্বাচনের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন।’

    নাসিম বলেন, আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, তাতে বলা যায় আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

    সরকারি হাসপাতালগুলোর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সময়ে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম বলেন, সারা দেশের হাসপাতালগুলোর জন্য এখন সবচেয়ে প্রধান সমস্যা হলো তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল সংকট। বর্তমানে হাসপাতালগুলোতে ৪০ হাজার কর্মচারীর পদ শূন্য। শূন্যপদ পূরণে এক বছর আগে নেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জটিলতার কারণে এখনো বাস্তবায়নের আলো দেখছে না।

    ওই সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক ডা. সিরাজুল ইসলাম মোল্লা, ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোনায়েম হোসেনসহ মন্ত্রণালয় ও হাসপাতালের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ