ধুনটে ইমাম হত্যা মামলায় দুই ভাই গ্রেফতার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আমিনুল ইসলাম শ্রাবণ.


    বগুড়ার ধুনট উপজেলায় ইমামকে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো, ধুনট উপজেলার বলারবাড়ী গ্রামের জিল হোসেনের ছেলে যুবলীগ নেতা সাইফুল ইসলাম (৪০) ও এনামুল হক (৩৫)। সোমবার সন্ধ্যায় শেরপুর উপজেলার শালফা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩ জুলাই (রোববার) রাত ১০টায় উপজেলার বানিয়াগাঁতী জামে মসজিদে তারাবির নামাজের ইমামতি শেষে পার্শ্ববর্তি বলারবাড়ী গ্রামের নিজ বাড়ীতে ফিরছিলেন কাজী মতিউর রহমান। পথিমধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ও এনামুল হক ওই মামলার এজাহারভুক্ত আসামী।
    মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফারুকুল ইসলাম ধুনট বার্তাকে জানান, ইমাম মতিউর রহমান হত্যাকান্ডের পর থেকে সাইফুল ইসলাম ও এনামুল হক পলাতক ছিলো। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার শালফা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার বগুড়ার আদালতে হাজির করা হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ