সরকারের বাজেট দেওয়ার বৈধতা নেই : ফখরুল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

নিউজ ডেস্ক.


    নির্বাচন সামনে রেখে দেওয়া বাজেটকে রাজনৈতিক আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের বাজেট দেওয়ার বৈধতা নেই।

    আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহিলা দল আয়োজিত মিলাদ মাহফিল ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ফখরুল।

    জাতীয় সংসদে আজ দুপুরে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই অর্থবছর নিয়ে জীবনের ১১তম বাজেট উপস্থাপন করেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে টানা নবমবারের মতো বাজেট দেন তিনি।

    এবারের বাজেটের আকার চার লাখ ২৬৬ কোটি টাকার। এই বাজেটেও করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকাই থাকছে।

    বিপুল অঙ্কের এই বাজেট দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব বলেন, বৈধতা না থাকার কারণেই আর্থিক খাতে সংকট চরম আকার ধারণ করেছে।

    ‘অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে, তিনি তাঁর শেষ বাজেট ঝুঁকি নিয়ে দিচ্ছেন। সব ভালো কথা। মূল কথা হচ্ছে, যাঁরা বাজেট দিচ্ছেন, তাঁদের সেই বৈধতা আছে কি না এবং সেই বৈধতা নেই বলেই কিন্তু আজকে আর্থিক ক্ষেত্রে যত সংকট সৃষ্টি হচ্ছে, কিন্তু এই সরকার নির্বাচনকে সামনে রেখে তাদের রাজনৈতিকভাবে বাজেটকে ব্যবহার করছে’, বলেন ফখরুল।

    ‘দ্বিতীয়ত হচ্ছে যে, আপনার কোন কোন খাতে এই ব্যবহারটা হচ্ছে। স্বাস্থ্য খাতের অবস্থা ভালো না। শিক্ষা খাতের অবস্থা ভালো না। সেগুলোতে কিন্তু আমরা দেখতে চাই, সেগুলোতে কী রকম বরাদ্দ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এগুলো ভালো নয়। সে কারণেই আমরা মনে করি যে, এই বাজেটটি জনগণের কল্যাণে খুব একটা কিছু করতে পারবে না’, যোগ করেন ফখরুল।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ