যমুনা নদীতে ডুবে শিশুর মৃত্যু, অন্য শিশু নিখোঁজ

 

কাজীপুর প্রতিনিধি.


সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে ডুবে এক শিশু মারা গেছে। নিখোঁজ আছে ওই শিশুর বোন। আজ শুক্রবার দুপুরে নাটুয়ারপাড়া সোনালী ব্যাংকপাড়া এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম জিম (৫)। জিমের বড় বোন মিম (৭) এখনো নিখোঁজ। উভয়ে সোনালী ব্যাংকপাড়ার বাসিন্দা মুদি দোকানি আবদুল মালেকের মেয়ে।

নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক ধুনট বার্তাকে জানান, মুদি দোকানি আবদুল মালেকের দুই মেয়ে মিম ও জিম তাদের মায়ের সঙ্গে নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সবার অগোচরে দুই বোন যমুনা নদীর স্রোতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৪টায় ছোট বোন জিমের লাশ স্থানীয় লোকজন উদ্ধার করে।

ফজলুল হক জানান, মিমকে খোঁজা হচ্ছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ