Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি.
বিরামপুর উপজেলার সীমান্তবর্তী ২নং কাটলা ইউপি চেয়ারম্যানের ছেলে নাজমুল হোসেন ওরফে সুমন হোসেন (৩২) কে বিজিবি ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। শনিবার ভোরে তাকে বিরামপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। মামলা দায়েরের পর পুলিশ তাকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
থানা সূত্রে জানা গেছে, দাউদপুর বিওপি’র নায়েক এরশাদ আলী টহল দল নিয়ে নিয়মিত টহলকালে শুক্রবার দিবাগত গভীর রাতে দাউদপুর সীমান্তের ২৮৯/৫২ সাব পিলারের পাশে অবস্থান নেন। এসময় ভারত থেকে এক যুবককে আসতে দেখে তাকে ধাওয়া করে ধরে ফেলেন। তার দেহ তল্লাশী করে বিজিবি ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাকে আটক করে। আটক যুবক স্থানীয় ২নং কাটলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজির হোসেনের বড় ছেলে নাজমুল হোসেন ওরফে সুমন হোসেন (৩২)।